কলকাতা, ২১ অক্টোবর:- ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সুসংহত কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দিয়েছে। ভরা কটালের জন্য কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোন পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্নে ২০ টি দফতরের সচিব ও দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আগামী ২৪ ও ২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর এই বিপর্যয়ে ক্ষয়ক্ষতি রুখতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্ট্রোলরুম চালু করতে হবে বলে জানিয়েছে নবান্ন। নবান্নের তরফে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কালীপুজোর উদ্যোক্তাদের নির্দেশ দিতে হবে প্যান্ডেলের কাঠামো শক্তপোক্ত করার জন্য।
ঝড়ের গতির কথা মাথায় রেখে প্যাণ্ডেলের কাঠামো নির্মাণ করতে হবে বলে জানিয়েছে প্রশাসন। নিচু জায়গার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।সিত্রাং আসার আগে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব। জেলাশাসকদের পাশাপাশি ২০ টি দফতরের সচিবরাও বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠক থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জাস্নানো হয়েছে, সোমবার কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়ের পূর্নাভাসের কারণে সরকারি কর্মীদের কালীপুজো ও দীপাবলির ছুটিও বাতিল করা হয়েছে