এই মুহূর্তে কলকাতা

কালীপুজোর বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।

কলকাতা, ২০ অক্টোবর:- কালীপুজোর বিসর্জনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কালী পুজোর প্রতিমা নিরঞ্জন চলবে। দুর্গাপুজোর বিসর্জনের সময় মাল নদীতে হঠাৎ আসা হরপা বানে যে ধরনের দুর্ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঠেকাতে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ২৫ ও ২৬ তারিখ ভরা কোটালের কারণে সেচ দপ্তরও বাড়তি কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

বিষয়টি নিয়ে সেচদপ্তর সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় প্রতিটি বিডিওর সঙ্গে একজন করে এগজিকিউটিভ রাখা হবে। তাঁরা বিসর্জনের দিনগুলিতে ঘাটে নজরদারি চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে এমন বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য জেলাতেও সেচদপ্তরকে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলা হয়েছে। মনিটরিং করতে হবে।