কলকাতা, ১৯ অক্টোবর:- চলতি উৎসবের মরশুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে নবান্নে বিপর্যয় মোকাবিলা সচিব দুষ্মন্ত নারিয়াল আজ সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন।
সেখানে সব রকম ভাবে প্রস্তুত থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় কালীপুজোর মন্ডপগুলিকে মজবুতভাবে তৈরি করতে বলা হয়েছে। যাতে ঝড়ে মণ্ডপ ভেঙে কোনও দুর্ঘটনা না ঘটে। একইসঙ্গে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে যাতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া যায় তারও প্রস্তুতি রাখতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।