হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত রোজ মেরি লেন এলাকায় একটি রেডিমেড গারমেন্টসের গোডাউনে মঙ্গলবার ভোররাতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে ওই আগুন দেখতে পান। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।