কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন।
পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা শামসের সিং ভুল্লো জনসংযোগ আধিকারিক হিসেবে এসেছেন৷ নির্বাচনী আধিকারিক হিসেবে এসেছেন বিবেক জৈন৷ যিনি রাজস্থান প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা৷ এছাড়া অন্য আরও এক রাজ্য থেকে এক প্রতিনিধিকে কলকাতায় পাঠানো হয়েছে৷