এই মুহূর্তে জেলা

মালবাজার থেকে শিক্ষা নিয়ে আসন্ন দীপাবলি ও ছট পুজোয় রাজ্যের বিভিন্ন ঘাট গুলিতে বিশেষ নজরদারির নির্দেশ।


কলকাতা , ১৫ অক্টোবর:- উত্তরবঙ্গের জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে দূর্ঘটনার পরে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে আসন্ন দীপাবলি ও ছট পুজোয় রাজ্যের বিভিন্ন জেলায় থাকা নদীর ঘাটগুলিতে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এদিন ডেঙ্গু নিয়ে এক বৈঠকের ফাঁকেই মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদি খোলাখুলিই বলেছেন, সেচ দফতরের সঙ্গে জলপাইগুড়ি জেলা প্রশাসনের সমন্বয়ের অভাবেই ওই বিপর্যয় ঘটেছিল। জানা গিয়েছে, মুখ্যসচিব এতটাই ক্ষুব্ধ সেচ দফতরের গয়ংগচ্ছ মনোভাবে যে তিনি বলেছেন, সেচ দফতর কী করে? ঘরে বসে চা খায়? ওদের কি কাজ নেই? জেলা প্রশাসনের সঙ্গে ন্যূনতম তালমিল রেখে চলে না!

নদীতে কখন বান আসবে সেচ দপ্তরের আধিকারিকদের সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য স্থানীয় প্রশাসনকে আগাম জানাতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে ঘাটগুলিতে মাইক প্রচার, পর্যাপ্ত আলো, বিপদসংকুল ঘাটগুলিতে লাইফ বোট রাখার পাশাপাশি প্রয়োজনে মহকুমা ভিত্তিক কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। এইদিকে দূর্ঘটনার জেরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা প্রশাসন সেখানকার মেটেলি ব্লকের মূর্তি, নেওড়া ও কূর্তি নদীকে বিপদজনক হিসাবে ঘোষনা করে সাধারন মানুষকে সেখানে না নামার নির্দেশ জারি করেছে বলে জানা গিয়েছে।