হুগলি, ১৩ অক্টোবর:- হুগলির জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলিতে দুই নাবালিকার অস্বাভাবিক মৃত্যু মামলা সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধিদল আজ রাজ্যে আসছে। কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকাদেরর বাড়িও যাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। থানায় গিয়ে তাঁরা তদন্তকারী পুলিশ অফিসারদের সঙ্গেও থানায় গিয়ে কথা বলবেন।
রাজ্যের মুখ্য সচিবকে ইতিমধ্যেই চিঠি দিয়ে কমিশনের বিস্তারিত সফরসূচি জানানো হয়েছে। উল্লেখ্য দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয় জাঙ্গিপাড়ার শ্রীহট্টো এলাকার বছর বারোর এক নাবালিকা। তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝিলের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। জাঙ্গিপাড়ার পাশাপাশি শেওড়াফুলিতেও পৃথক একটি অস্বাভাবিক মৃত্যু মামলায় থানাতেও যাওয়ার কথা রয়েছে কমিশনের প্রতিনিধি দলের।