এই মুহূর্তে জেলা

খালনার লক্ষ্মীপূজা আজও তার ঐতিহ্য বজায় রেখেছে।

হাওড়া, ৯ অক্টোবর:- রাজ্যের হাওড়া জেলার খালনায় গত কয়েকদিন ধরেই লক্ষ্মীপূজার জোর প্রস্তুতি চলেছে। এখানকার মানুষ দুর্গাপূজা নয়, বছরভর অপেক্ষা করে থাকেন কোজাগরী লক্ষ্মীপূজার আরাধনার জন্য। হাওড়া জেলার আমতা বিধানসভার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের অন্তর্গত খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় পারিবারিক পুজো থেকে শুরু করে বারোয়ারী, ক্লাব, সমিতির আয়োজনে জোরদার চলে আসছে লক্ষ্মীপূজার আরাধনা।

কলকাতার দুর্গাপূজার মতো এখানে গ্রামের লক্ষ্মীপূজায় নানা ধরনের থিম, আলোকসজ্জা করা হয়। লক্ষ্মীপ্রতিমা নানা রূপে নানা সাজে সজ্জিত হয়ে এখানে পূজিতা হন। এতো মানুষ এখানে আসেন যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় পুজোর কয়েকটা দিন। দূরদূরান্ত থেকে বহু মানুষজন তিন দিন ধরে এখানে আসেন। মুখরিত হয়ে ওঠে খালনা গ্রাম। লাখো লাখো দর্শনার্থী পুজোর তিনদিন এখানে আসেন।