কলকাতা, ৭ অক্টোবর:- পুজো শেষের কলকাতায় ফের বিরাট উৎসবের তোড়জোড়। শহরের বাকি অংশে যখন বেশিরভাগ জায়গায় মন্ডপ রাস্তায় আলো, সাজসজ্জা খুলে ফেলা হচ্ছে তখন অন্য ছবি রেড রোডে। সেখানে জোর কদমে চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল লা গণেশন, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতিতে সেখানে শহরের প্রায় একশো পুজো কমিটি তাদের প্রতিমা ও বর্ণময় শোভাযাত্রা নিয়ে অংশ নেবেন।তাঁদের বসার জন্য তিনটি আলাদা মঞ্চ তৈরি করা হচ্ছে। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে।শুক্রবার রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড। শনিবার সকাল ৯টা পর্যন্ত তা বন্ধ থাকবে। তার পর দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ওই সময় থেকেই বন্ধ করে দেওয়া হবে লাভার্স লেন, ক্যুইন্সওয়ে, পলাশি গেট রোড ও ধর্মতলা র্যাম্প। দুপুর ১২টা থেকে এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্য বহনকারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোডে শুধু মাত্র কার্নিভালের গাড়িকে ছাড় দেওয়া হবে। রেড রোডে কার্নিভাল দেখতে যারা পায়ে হেঁটে আসবেন তাঁদের এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে হবে।
যাঁরা ট্রাম, বাস বা মেট্রো করে কার্নিভাল দেখতে যাবেন, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নেমে সেখান থেকে হাঁটা পথে রেড রোডে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হবে। কার্নিভালের জন্য শহরের একাধিক জায়গায় নো পার্কিং বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। শনিবার দুপুর ১২টা থেকে রানি রাসমণি অ্যাভেনিউ এবং ধর্মতলার মধ্যে গাড়ি রাখা যাবে না। পার্কিং বন্ধ থাকবে চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোডে। গাড়ি রাখা যাবে না হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট এবং আর এন মুখার্জি রোডে। পার্কিং বন্ধ থাকবে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটেও। এদিকে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা কমলো। প্রথমে ঠিক হয়েছিল ১০০টি পুজো কমিটি তাঁদের প্রতিমা ও থিম সহ এই কার্নিভালে অংশ নেবে। কিন্তু নানা কারণে ৬টি পুজো কমিটি সরে দাঁড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৪টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিতে পারে বলেই জানা গিয়েছে। পাশাপাশি অসুস্থ থাকার জন্য ডোনা গাঙ্গুলী নিজে থাকছেন না। তবে ডোনা গাঙ্গুলীর ডান্স গ্রুপ অনুষ্ঠান করবে শুক্রবার “দীক্ষামঞ্জরী”-র ছাত্রছাত্রীদের নিয়ে মহড়া দিয়েছেন তিনি। ইচ্ছা থাকলেও চিকিৎসকদের নির্দেশে কালকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না ডোনা।তবে তাঁর প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আগামিকালের কার্নিভালে ‘পারফর্ম’ করছেন।