হুগলী, ৬ অক্টোবর:- বিজয় দশমীর দিন শ্রীরামপুরের সরকার বাড়ির মহিলারা ঢাকের বাদ্যের সঙ্গে সঙ্গে নাচ এবং এই নাচের তালে তালে সিঁদুর খেলায় অংশ নিলেন তারা। এই বাড়ির দুর্গাপুজো এ বছরই শুরু হয়েছে। প্রথম বর্ষে ই এই সরকার বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধা ভরে মাতৃ আরধনা হয়েছে। তাদের বাড়ির পুজো উপলক্ষে আশপাশের প্রতিবেশীরাও অংশ নিয়েছিলেন সরকার বাড়ির এই পুজোয়। পূজোর তিনটে দিন আনন্দে মাতোয়ারা ছিল বাড়ি। প্রতিদিন বাড়ি সদস্যরা ছাড়াও পাড়া প্রতিবেশীরাও মায়ের প্রসাদ গ্রহণ করেছেন।
দশমী সকাল থেকেই ছিল এ বাড়িতে বিশাদের সুর। তিন দিন উমা এই বাড়িতে কাটিয়ে কৈলাসের পথে যাত্রা করছেন তার জন্য দুপুর গড়াতেই বাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। তার সঙ্গে চলতে থাকে ঢাক কাসরের আওয়াজ। সিঁদুর খেলায় মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন আবার এস মা আগামী বছর। এই বাড়ির পুজোয় বাড়ির মহিলারাই সিঁদুর খেলা শেষে মাকে কাঁদে নিয়ে গঙ্গার ঘাটে বিসর্জনে গিয়েছেন