এই মুহূর্তে জেলা

পুলিশের বাধায় আটকে গেল নবান্ন অভিযানের মিছিল। শেষে ডেপুটেশন দিতে গেলেন প্রতিনিধিরা।

হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গের পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চের আহ্বানে আজ শুক্রবার ২৩মে নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়। দুপুরে হাওড়া স্টেশনের সামনে জমায়েতের পর মিছিল শুরু হয়। ১৩ দফা দাবি নিয়ে এই কর্মসূচি ডাকা হয়েছিল এদিন। এদিন মিছিল হাওড়া স্টেশনের কাছ থেকে শুরু হয়ে হাওড়া ময়দানের কাছে আসার আগেই বঙ্কিম সেতুর নিচে ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া সিটি পুলিশ।

সেখানে পুলিশ জানিয়ে দেয় এই মিছিলের কোনও অনুমতি নেই। মিছিল আর এগোতে দেওয়া যাবেনা। সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা কথা বলেন। পরে চারজনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যান।