এই মুহূর্তে কলকাতা

গ্রামীন গ্রন্থগারগুলির শুন্যপদে কর্মী নিয়োগ।

কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যের গ্রামীন গ্রন্থাগার গুলির মানোন্নয়নে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারে শূন্য পদে মোট ৭৩৮ জন কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন।রাজ্যের গ্রন্থাগার গুলি নিয়ে সরকারের পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানান মুখ্য মন্ত্রী ওই নিয়োগের অনুমোদন দিয়েছেন। রাজ্যে ১৫০০ গ্রামীণ গ্রন্থাগার রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। রাজ্যের গ্রন্থাগার দফতর সূত্রে জানা গেছে কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হচ্ছে। জেলাওয়াড়ি হিসাবে সব থেকে বেশি নিয়োগ হবে উত্তর ২৪ পরগনায়।

সেখানে ৬০ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫৫, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ৫২ জন করে নিয়োগের কথা। কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা ৪০। ২৩টি জেলার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে মোট নিযুক্তি হবে ৭৩৮। অন্য জেলার মধ্যে আলিপুরদুয়ারে ৬, বাঁকুড়ায় ৩১, বীরভূমে ৩৮, পশ্চিম বর্ধমানে ২৩, কোচবিহারে ৩৪, দক্ষিণ দিনাজপুরে ১৪, দার্জিলিংয়ে (জিটিএ) ২১, হাওড়ায় ৩৬, জলপাইগুড়িতে ১৮, ঝাড়গ্রামে ১৭, মালদহে ২৯, মুর্শিদাবাদে ৩৬, নদিয়ায় ৩৭, পশ্চিম মেদিনীপুরে ৪০, পূর্ব মেদিনীপুরে ৪৪, পুরুলিয়ায় ৩০ ও উত্তর দিনাজপুরে ১২টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে।