এই মুহূর্তে কলকাতা

গৃহপালিত পশুদের জন্য এবার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল ভেটেরনারি ইউনিট চালু করবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের সবকটি ব্লকে এ ধরনের পরিষেবা চালু করা হবে।

স্বপন বাবু জানান, পশুদের দ্রুত চিকিৎসার জন্য ইতিমধ্যে সল্টলেকে একটি কল সেন্টার চালু করা হয়েছে। সেখানে ফোন করলে মোবাইল ক্লিনিক ভ্যান পাঠিয়ে পশু চিকিৎসার দ্রুত ব্যবস্থা করা হবে। এছাড়াও সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে পশু চিকিৎসার সুবিধা পাওয়া যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।