এই মুহূর্তে কলকাতা

রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু।

কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ শুরু হয়েছে। সাম্প্রতিক কালে প্রয়াত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিদের স্মৃতির উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হয়। চিত্র পরিচালক তরুণ মজুমদার, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, বরুণ মুখোপাধ্যায়, প্রবীণ বিধায়ক ব্রজমোহন মজুমদার সহ মোট ১১ জনের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর দুমিনিট নীরবতা পালন করে অধিবেশন আজকের মত মুলতুবি হয়ে যায়।