এই মুহূর্তে কলকাতা

বিজেপির লোক নেই ভিন রাজ্য থেকে সমাজ বিরোধীদের আনা হয়েছে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির লোক নেই। ওরা লম্বা করে এক লাইনে দাঁড়ালেও ওরা নবান্ন অবধি পৌঁছতে পারবে না। ওদের লোকই তো নেই৷ ভিন রাজ্য থেকে বাসে করে সমাজবিরোধীদের আনা হয়েছে। যাদের লোক নেই তাদের কেন বাধা দেব? বাধা দিয়ে কি হবে। গার্ড রেল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তার কারণ সুরক্ষা নির্দেশিকা। গণতন্ত্র আছে৷ আমাদের রাজ্যে নষ্ট হয়ে যায়নি।

তাই বিরোধীরা প্রতিবাদ করতে পারে। সংবাদমাধ্যমের ট্যাগ লাইন দেখে সুকান্ত মজুমদার ডায়লগ দেয়৷ সুকান্তর কোনও নিজের ডায়লগ নেই। দিলীপ ঘোষ মাথা গরম। তাই উল্টো পালটা মন্তব্য করে। দূর্গা পুজো – বিজেপি, সিপিএম যাই চাইবে তা হবে নাকি? বাংলার শিল্পীরা সুযোগ পাবে৷ ওরা রাজ্যে ইকনমি ধ্বংস করতে চায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে থাকতে চায়।