কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন চালাবেন।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার জন্য দুটি, হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের জন্য একটি পরিদর্শক দল গঠন করা হয়েছে বলে স্বাস্ত্য দফতর সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদ ও নদিয়া র বিভিন্ন হাসপাতালে নজরদারির জন্য চতুর্থ দলটি গঠন করা হয়েছে। আর পঞ্চম দলটি নজর রাখবে উত্তরবঙ্গে। উল্লেখ্য, হাওড়া ও হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। অন্য দিকে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৪ জনের। শুক্রবার কলকাতায় আরও ১ ডেঙ্গু আক্রান্তর মৃত্যু হয়।