এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু রোধে নতুন পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্যের বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতর ডেঙ্গু রোধে নতুন কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এই মূহুর্তে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।এই সব জেলায় ডেঙ্গু রোগীদের সাহায্যের জন্য আলাদা কল সেন্টার তৈরি করতে বলা হয়েছে।এছাড়া নজরদারি চালানোর জন্য বিশেষ টিম গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া ও হুগলির বিভিন্ন হাসপাতালে ফিভার ক্লিনিক চালু করতেও স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে। হাওড়াতে ডেঙ্গু টেস্ট কিটের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।জোরদার প্রচারাভিযান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের গতকালের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গু আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। প্রতি বছরই বর্ষার আগে পরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় বাংলায়। পুজো পর্যন্ত প্রকোপ চলে। পাশাপাশি অন্যান্য ভাইরাল রোগও যাতে না হয় তা নিয়ে চিন্তা ব্যক্ত রয়েছে প্রশাসনে।

গত মাসেই ডেঙ্গু নিয়ে নবান্নতে বৈঠক হয়। সেখান থেকেই জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। ডেঙ্গু যে চিন্তা বাড়াচ্ছে, সে বিষয়ে সকলকে সতর্ক হতে বলেন তিনি। বিশেষভাবে সতর্ক করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ির মতো জেলাগুলিকে। সেই বৈঠকেই বিশেষ করে দুর্গাপুজোয় কলকাতায় যাতে পরিস্থিতি নিম্নমুখী না হয়, তার জন্য একই সঙ্গে লালবাজারের তরফেও কলকাতার সমস্ত থানাকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পুরসভার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে পুলিশকে বলে জানানো হয়েছে। দরকার হলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ডেঙ্গু রোধের ব্যবস্থা করতে হবে। প্রচার ও সচেতনতার উপর জোর দিতে বলা হয়েছে কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা, পঞ্চায়েতকে। জেলা স্তর থেকে তা করতে হবে বলে জানানো হয়েছে। তবে পুজোর আগেই এভাবে ডেঙ্গু সংক্রমণ ঘিরে ক্রমশ চিন্তা বেড়েছে প্রশাসনের মধ্যে। আর দুই বাদেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে জমা জলে ফের ডেঙ্গু সংক্রমণ না বাড়ে, সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।