প্রদীপ সাঁতরা , ৩০ মার্চ:- রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যু। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করোনা আক্রান্ত মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলা বয়স ৫৩ তিনি কালিম্পঙের বাসিন্দা। জানা গিয়েছে, এই মহিলার বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রবিবার সকাল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। মৃত মহিলার সংস্পর্শে আসা মানুষদের খোঁজ করে কোয়ারান্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে।