এই মুহূর্তে জেলা

হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় বহুতলে আগুন।

হাওড়া, ৮ সেপ্টেম্বর:- বুধবার রাতে হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় চারুচন্দ্র সিংহ লেনে রাধিকা কর্নার নামের একটি বহুতল বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে ছুটে আসেন সিইএসসির কর্মীরাও। দ্রুত সেখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

এরপর প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের আতঙ্কে ফ্ল্যাটের বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দীর্ঘক্ষণ ওই ফ্ল্যাটে লোডশেডিং ছিল। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকল কর্মী। দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।