এই মুহূর্তে জেলা

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, IRCTC এর জ‍্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেনে স্বদেশ দর্শন নভেম্বরের প্রথমেই।

হাওড়া, ৬ সেপ্টেম্বর:- আইআরসিটিসি ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ‍্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি ইষ্ট জোনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৬ই নভেম্বর ২০২২ এই ট্রেনটির শুভ সূচনা হবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, এবং স্ট‍্যাচু অফ ইউনিটি ভ্রমণ করাবে। ১১ রাত্রি ১২ দিনের এই ট‍্যুরে খরচ পরবে জনপতি ২২,০১০ টাকা স্ট‍্যাণ্ডার্ড ক্লাস এবং ৩৩,০২০ টাকা ইন কমফোর্ট ক্লাস।

আই আর সি টির পক্ষ থেকে আরও জানানো হয় যে বাসে করে দর্শনীয় স্থান ভ্রমণ করানো হবে। প্রত‍্যেকের জন‍্য নিরামিষ আহার, ট্রেন ভাড়া ও রাত্রি নিবাসের আয়োজন করা হয়েছে। বুকিং করার জন‍্য আইআর সিটিসি পূর্বাঞ্চল শাখা অফিসে যোগাযোগ করতে হবে। ৩, কয়লা ঘাটা স্ট্রিট গ্রাউণ্ড ফ্লোর। কোলকাতা ৭০০০০১ অথবা ওয়েবসাইট www.irctctourism.com বা ৮৫৯৫৯০৪০৭৩/৮৫৯৫৯৩৮০৬৭ এ যোগাযোগ করতে হবে।