এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে হতে চলেছে।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- বাইপাসের ধারে নব নির্মিত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হবে। আন্তর্জাতিক মানের ওই মেলা প্রাঙ্গণ ইতিমধ্যেই দেশ-বিদেশের মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন সাজে সজ্জিত মিলন মেলার প্রেক্ষাগৃহ থেকে শিক্ষক দিবসের আয়োজিত অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন,

“এখানে অনুষ্ঠান করলাম কেননা এই জায়গাটা অনেকে এখনো দেখেনি। নানা দেশ এখানে অনুষ্ঠান করছে। ১১০টা দেশ ইতিমধ্যেই এখানে নানা অনুষ্ঠানের জন্য জায়গা ভাড়া করেছে। এতটাই জায়গা এখানে আছে। আমরা যা করতে পারি তা কেউই করতে পারে না।” এপ্রিল মাসে নব রূপে সেজে ওঠা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলন মেলার নাম বদলে রাখা হয় বিশ্ব বাংলা প্রাঙ্গণ।পুরো প্রকল্পটি তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।