হুগলি, ৫ সেপ্টেম্বর:- প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয় সারা দেশ জুড়ে। সোমবার অন্যান্য জায়গার সঙ্গেও শ্রীরামপুরেও পালিত হলো পবিত্র এই দিনটি। এদিন সকালে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিংয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা শ্রীরামপুর শহরে বসবাসকারী প্রায় ২০০ জন শিক্ষকে সম্মান জানালেন। তাদের হাতে মানপত্র, স্মারক এবং মিষ্টি তুলে দিয়ে দেশ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানিত করলেন।
এ প্রসঙ্গে সন্তোষ বাবু জানান প্রতিবছর এই দিনটি আমি আমাদের এলাকার যে সমস্ত মশাইরা আছেন তাদের বাড়িতে যাই প্রণাম জানাই কারণ তারাই হচ্ছেন দেশ গড়ার মূল কারিগর। তাদের জন্যেই আজকের আমাদের সমাজ গড়ে উঠছে। তাই এই দিনটি স্মরণে আমরা শিক্ষক দিবসের সকালে তাদের সম্মান জানালাম। অন্যদিকে আজকে যেভাবে সন্তোষ বাবুর নেতৃত্বে শিক্ষকরা সম্মানিত করলেন তাতে খুশি শ্রীরামপুর শহরের শিক্ষকরা তারা জানালেন আজকে এই সমাজে মূল্যবোধের খুবই অভাব দেখা যাচ্ছে। এই সময় ছাত্রদের কাছে আমাদের অনুরোধ তারা যেন বড়দের সম্মান করেন শিক্ষকদের সম্মান করেন সমাজের সেবা করেন তাহলেই একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা।