এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে খানাকুল ও চুঁচুড়া থেকে জেলার দুই শিক্ষক শিক্ষারত্নে ভূষিত।

সুদীপ দাস, ৫ সেপ্টেম্বর:- শিক্ষক দিবসে হুগলীর জেলার দুই শিক্ষক রাজ্য সরকারের শিক্ষারত্ন সন্মানে ভূষিত হলেন। হুগলীর খানকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ নাসারুল গাউস ও হুগলী ব্রাঞ্চ গভঃ স্কুলের শিক্ষক সনৎ কুমার দে শিক্ষারত্ন স্নাম পেলেন। সোমবার যখন কোলকাতার নেতাজী ইন্ডোরে শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হুগলীর জেলার এই দুই শিক্ষকের নাম ঘোষনা হল ঠিক তখনই হুগলীর জেলাশাসক দপ্তরে দুই শিক্ষকের হাতে শিক্ষারত্ন স্মরূপ স্মারক তুলে দিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলাশাসক দপ্তরের সাথে নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী যোগাযোগ রাখছিলেন। জেলাশাসক বলেন দুই শিক্ষকের পাশাপাশি এদিন নেতাজি ইন্ডোরে হুগলী জেলার মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে কৃতি মোট ৬৫জন পড়ুয়াকেও সংবর্ধনা দেওয়া হয়। সদ্য শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সেখ নাসারুল গাউস রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন শিক্ষকতাকে পেশা নয় ব্রত করেই এগিয়ে চলেছি।