এই মুহূর্তে জেলা

শিক্ষক দিবসে মাংস-ভাতের লড়াই , শিক্ষক-পড়ুয়া দ্বন্দ্ব পোলবায়।


হুগলি, ৫ সেপ্টেম্বর:- মাংস ভাত খাওয়াকে কেন্দ্র করে সোমবার শিক্ষক দিবসে পোলবার আলিনগর কাশ্বাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। মাংস ভাত না পেয়ে শেষ পর্যন্ত পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পড়ুয়ারা মাংস ভাতের দাবিতে স্কুলের সামনে আলিনগর মোড়ে তারকেশ্বর- চুঁচুড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে তারকেশ্বর চুঁচুড়া রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনার স্থলে পোলবা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে পোলবা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনা সূত্রে জানা যায় ওই স্কুলে ১১০০ পড়ুয়া পড়ে।

প্রত্যেক বছর শিক্ষক দিবসের এই দিনটিতে স্কুলের শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন। কিন্তু এদিন এই খাবার খাওয়াকে কেন্দ্র করে চরম অশান্তির সৃষ্টি হয় স্কুলে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এদিন দুপুরে তারা খাবার খেতে না পেয়ে শিক্ষকদের বিষয়টি জানাতে গিয়েছিল। অভিযোগ সেই সময় প্রধান শিক্ষক তাদের সঙ্গে দুর্ব্যবহার করে স্কুল থেকে বাইরে বের করে দেন। এরপরই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। তারা স্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি চরমে পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ।

পরে পুলিশি মধ্যস্থতায় ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অভিযোগ গত বছরও শিক্ষক দিবসের দিনে খাওয়া নিয়ে গোলমালে সৃষ্টি হয়েছিল। স্কুলের পক্ষ থেকে জানানো হয় স্কুলে যারা রান্না করেন তারা সময়মতো রান্নার কাজ শেষ না করতে পারায় একটা সমস্যা তৈরি হয়েছিল। পরে অবশ্য বিষয়টি মিটে যায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি তানসেন মন্ডল জানান খুব বড় কোন ঘটনা ঘটেনি। আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা দেখা হবে।