এই মুহূর্তে জেলা

প্রতিযোগিতা চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়লো দুই প্রতিযোগী, টুর্নামেন্ট বয়কট অভিভাবকদের।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- ক্যারাটের জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলাকালীন রবিবার সকালে হাওড়ার দাসনগরের আলামোহন দাস স্টেডিয়ামে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে দুই প্রতিযোগী। এরপরই আয়োজক সংস্থার বিরুদ্ধে পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে ওই টুর্নামেন্ট বয়কটের ডাক দেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, তাঁরা পরে এসে জানতে পারেন এই টুর্নামেন্টের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। একপ্রকার চাপে পড়েই টুর্নামেন্ট ফি বাবদ নেওয়া টাকা ফেরতের সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। জানা গেছে, এদিন দাসনগরের আলামোহন দাস স্টেডিয়ামে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল।

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতারা এসেছিলেন। প্রতিযোগিতা চলাকালীনই প্রচন্ড গরমের মধ্যে দুটি বাচ্চা গরমে কাহিল হয়ে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ অভিভাবকরা ওই প্রতিযোগিতা বয়কট করেন। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এন্ট্রি ফি ফেরতের দাবি জানান তাঁরা। এই নিয়ে অভিভাবকদের সঙ্গে বচসা বেধে যায় টুর্নামেন্ট কর্তৃপক্ষের। অবশেষে খবর পেয়ে সেখানে দাসনগর থানার পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং চাপে পড়েই কর্তৃপক্ষ প্রতিযোগীদের এন্ট্রি ফি ফেরত দেয়।