এই মুহূর্তে জেলা

বিদেশের বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার দুই হ্যাকার।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ। কুখ্যাত দুই হ্যাকার গ্রেফতার হাওড়ার বেলুড়ে। তদন্তে সিআইডি। বেলুড় থেকে গ্রেফতার দুই আন্তর্জাতিক হ্যাকার। ধৃতদের নাম অমিত কুমার ওরফে অস্টিন; আর তার সঙ্গী হ্যাকার সুমন মণ্ডল ওরফে বাপি। সূত্রের খবর, বেলুড়ের ধর্মতলা রোডের মণ্ডল মিনি মার্কেটের একটি ফ্ল্যাটে এই দুই যুবক হ্যাকিং করছে অভিযোগ পেয়ে বালি থানাকে নিয়ে শুক্রবার রাতে অভিযান চালান সিআইডি-র গোয়েন্দারা। রাতভর তল্লাশি চালানোর পর ওই দুই যুবকের ফ্ল্যাট থেকে সাত থেকে আটটি ল্যাপটপ, একাধিক মোবাইল-সিমকার্ড, ডিভাইস নগদ ৭০ হাজার টাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে।

সেই সঙ্গে একাধিক নথিও উদ্ধার করা হয় সিআইডি সূত্রে খবর। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত অমিত ও সুমন বেলুড়ের একটি ফ্ল্যাট কিনে থাকত। তারা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ফাইভ জি কানেকশন দেওয়ার নাম করে ফোন করত। আর সেই ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতাত। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। তাদের সঙ্গে আর কারা জড়িত অমিত ও সুমনকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডের একটি বাড়িতে অমিত কুমার ও সুমন মন্ডল নামের দুই যুবক বেআইনি কল সেন্টার চালাচ্ছিল। তারই মাধ্যমে দেশ ও বিদেশের বহু মানুষকে তারা প্রতারিত করে বলে অভিযোগ। প্রচুর টাকা হস্তগত করে। এরপরে অভিযোগ হয় সিআইডিতে। সিআইডি শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে বেশ কয়েকটি ল্যাপটপ মোবাইল এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করে।