এই মুহূর্তে কলকাতা

দুয়ারের রেশন নিয়ে জটিলতা দূর করতে ডিলার পিছু গ্রাহকের সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে সরকার।

কলকাতা, ২ সেপ্টেম্বর:- দুয়ারে রেশন প্রকল্প নিয়ে জটিলতা দূর করতে রাজ্য সরকার রেশন ডিলার পিছু গ্রাহকের সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে। বিপুল পরিমাণ গ্রাহকের সংখ্যার দরুণ দুয়ারে রেশন প্রকল্পের আওতায় পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে।বিভিন্ন জেলার রেশন ডিলারদের কাছ থেকে এই মর্মে অভিযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। বর্তমানে রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার রয়েছেন। যারা প্রায় ৯ কোটি কুড়ি লক্ষ গ্রাহককে রেশনের খাদ্যশস্য সরবরাহ করেন। কিন্তু এতদিন পর্যন্ত তাদের গ্রাহক সংখ্যা নির্দিষ্ট না থাকায় সমস্যা হচ্ছিল।

আগামী তিন চার মাসের মধ্যে রেশন ডিলারদের মধ্যে গ্রাহক পুনর বন্টনের কাজ শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে। খাদ্য দফতরের নিজস্ব সমীক্ষায় দেখা যায় কোন কোন রেশন ডিলারের আওতায় ১২-১৩ হাজার গ্রাহক রয়েছেন। দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার পরে এই বিপুল সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানো সংশ্লিষ্ট ডিলারদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠায় তারা খাদ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্যের রেশন ডিলারের সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রেশনের ডিলারশিপ চেয়ে এ পর্যন্ত প্রায় ২৭০০ আবেদনপত্র জমা পড়েছে। এখন সেগুলি পরীক্ষা করে দেখার কাজ চলছে।