এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের।

হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মৃত ওই যুবকের নাম সন্দীপ মুখোপাধ্যায় (৩৭)। বাড়ি উত্তরপাড়া কোতরং পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিবনারায়ণ রোডে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার থেকেই ওই যুবক জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। জ্বর এতটাই বেড়ে যায় যে ওই যুবক অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত সন্দীপকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যুবকের ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু ক্রমশ যুবকের অবস্থা অবনতি হতে থাকায় বৃহস্পতিবার শেষ পর্যন্ত তাকে পুরসভা পরিচালিত মহামায়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে যুবকের মৃত্যু হয়। এই বিষয়ে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমা ভূঁইয়া জানান মৃত্যুর খবর শুনেছেন।তবে ডেঙ্গুতেই ওই যুবকের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে তিনি জানান শনিবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উত্তরপাড়া পরিদর্শন করে ডেঙ্গুর পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি শ্রীরামপুর মহকুমার ছয়টি পুরসভার আধিকারিকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে এক বৈঠক করবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে রাজ্য সরকারের নির্দেশ মেনে পুরসভা ডেঙ্গু প্রতিরোধে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে।