হাওড়া, ৩০ আগস্ট:- দূর্গাপূজার আর প্রায় মাঝখানে বাকি। ইতিমধ্যেই পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর শেষে প্রতিমা নিরঞ্জনের সময় যাতে ঘাটগুলোতে কোনও সমস্যা না হয় সে কারণে পুজোর একমাস আগে থেকেই ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরনিগমের কর্তারা। মঙ্গলবার দুপুরে প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী নেতৃত্বে বোর্ড মেম্বাররা উত্তর হাওড়ার কয়েকটি নিরঞ্জনের ঘাট পরিদর্শন করেন। সেখানে ঘাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা, রাস্তার সংস্কারের প্রয়োজন আছে কিনা, যেখানে প্রতিমা নিরঞ্জন হবে সেই চত্বর ঠিকঠাক আছে কিনা আগামী এক মাসের মধ্যেই এই কাজগুলি শেষ করে ফেলা হবে বলে জানা গেছে। এবিষয়ে এদিন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর উপ প্রশাসক সৈকত চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার আমরা পুরনিগমের কনজারভেন্সি বিভাগের তরফ থেকে আগাম প্রতিমা বিসর্জনের বিভিন্ন ঘাট পরিদর্শন করলাম।
এদিন উত্তর হাওড়ার ফুলতলা ঘাট, চাউলপট্টি ঘাট, বাঁধাঘাট এবং ছাতুবাবুর ঘাট পরিদর্শন করা হয়েছে। এর পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যেই বাকি যে ঘাটগুলো রয়েছে যেমন রামকৃষ্ণপুর, শিবপুর, বি গার্ডেন প্রমুখ সেখানেও আমরা পরিদর্শন করে যা যা কাজ করা দরকার তা করা হবে। যেমন ঘাটে যাবার রাস্তা ঠিক আছে কিনা, ঘাট সংলগ্ন অ্যাপ্রোচ রোড ঠিক আছে কিনা, ঘাটের আলো ঠিক আছে কিনা এবং প্রতিমা বিসর্জনের জায়গা ঠিক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। যেখানে যা সমস্যা আছে তা যাতে এক মাসের মধ্যেই মেরামত করা যায় তারজন্যই আমরা এতো তাড়াতাড়ি ঘাট পরিদর্শন করলাম। প্রশাসকমন্ডলীর বোর্ডের সদস্যরা এবং কনজারভেন্সি বিভাগের আধিকারিকরা এদিন আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। ঘাটের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। একমাসের মধ্যেই সেই সমস্যা আমরা দূর করব যাতে বিসর্জনের সময় কোনও সমস্যা না হয়।