কলকাতা, ২৯ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের আরও অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থা এবার সক্রিয় হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন।পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এমনকি তার বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী আশঙ্কা প্রকাশ করেছেন।
মেয়ো রোডে আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তিনি বলেন, ২১ জুলাইয়ের সভার পরই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠানো হয়েছে।আগেও তাঁকে গ্রেফতার করা যেত।এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলে দলনেত্রীর অভিযোগ। দলের কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই কেন তাঁকে টানা হচ্ছে, এ দিন মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী সেই প্রশ্নও তোলেন।