সুদীপ দাস, ২৭ আগস্ট:- নেতাদের রাজনীতি শুধুমাত্র চটকল শ্রমিকদেরকে নিয়েই চলছে। দিনের পর দিন বন্ধ মিল, মালিক কর্তৃপক্ষ খুশি মতো তাদের মিল চালায়, যখন ইচ্ছা তখনই বন্ধ করে দেয়। রাজনৈতিক নেতারা শ্রমিকদেরকে নিয়ে আন্দোলনে নামেন। মিল খুলে আবার বন্ধ হয়ে যায়। কিছুদিন আগেই গোদোলপাড়া জুটমিল খুলে যাবে এমনই সিদ্ধান্ত হয়েছিল। মেইনটেনেন্সের কাজও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সাস্পেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।জিতেন্দ্র কুমার রবিদাস (২৯) চন্দননগরের গোন্দোলপাড়া জুটমিলের শ্রমিক ছিলেন।
আশায় ছিল মিল খুললে আবার সে কাজ ফিরে পাবে এবং সংসার চালাতে সক্ষম হবে।কিন্তু মিল বন্ধ হয়ে যাবার পর সে তার পরিবারকে গত কয়েকদিন আগেই তার দেশের বাড়ি বিহারে পাঠিয়ে দিয়েছিল।এরপর শ্রমিক কোয়ার্টারে সংলগ্ন ভাড়া বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকাল থেকে সেই ভাবে কেউই সন্দেহ করেনি গতকাল সন্ধ্যেবেলায় হঠাৎই পাশের বাড়ির লোকেদের নজরে আসে,পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে জিতেন্দ্রর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। শ্রমিক থেকে পরিবারের অভিযোগ অভাবের তাড়না দীর্ঘদিন ধরেই তাকে যন্ত্রণা দিয়ে আসছিল। মিল খুলবে বলেও না খোলায় সে হতাশায় ভেঙে পড়ে এবং তারপরে এই আত্মহত্যার পথ বেছে নেয়।