এই মুহূর্তে জেলা

ফুট প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।

হুগলি, ২৪ আগস্ট:- অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন। ২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুরই এস আই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লীরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় আজ দুপুরে এই ঘটনা ঘটে।এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি যায় হঠাৎই খুলে যায়। টিফিনের সময় কর্মিরা এক জায়গায় ছিলেন। কার্বনডাইঅক্সাইড ছরিয়ে পরায় অসুস্থ হয়ে পরেন তারা। তড়িঘড়ি তাদেরকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ২১ জনকে ভর্তি করা হয়েছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা দেবনীতা চক্রবর্তী বলেন, একজন কর্মী হ্যান্ড জ্যাক নিয়ে যাচ্ছিল তখনই কোনভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে পরে।কয়েকজন বেশি অসুস্থ হয়ে পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।বেশ কয়েকজন প্যানিকে আতঙ্কিত হয়ে পরে।খবর পেয়ে ই এস আই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র।