এই মুহূর্তে জেলা

পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে ভয়াবহ ডাকাতি প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে।

হাওড়া, ১৯ আগস্ট:- জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে হানা দেয় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতের দল। বাড়ির সদস্যদের একটি ঘরের মধ্যে বন্ধ করে ডাকাতি করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গৃহকর্তা এবং তার ছেলেকে। চেচামেচি শুনেই এলাকার লোকজন বেরিয়ে আসেন এবং ডাকাতদের বাধা দেন।

এসময় ডাকাত দলের সঙ্গে গ্রামবাসীদের খন্ডযুদ্ধ বেধে যায়। এরপর ডাকাতরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে চম্পট দেয়। তবে, দুষ্কৃতিরা একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ ফেলে যায়। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।