এই মুহূর্তে কলকাতা

রাজ্যে শিল্প ইউনিট ও শিল্প তালুক তৈরীর প্রস্তাব গৃহীত মন্ত্রিসভার বৈঠকে।

কলকাতা, ১৮ আগস্ট:- শিল্প বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১৮ টি শিল্প ইউনিট এবং পাঁচটি শিল্প তালুক তৈরির একটি প্রস্তাব আজকের গৃহীত হয়েছে। এই শিল্প তালুক ও ইউনিটগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে তিনি জানিয়েছেন। এরফলে চার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি দাবি করেন।

পাশাপাশি দুয়ারে রেশন প্রকল্পে সহযোগীতা করার জন্য রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও পাঁচ হাজার টাকা করে কমিশন দেওয়ার একটি সিদ্ধান্তও আজকের বৈঠকে নেওয়া হয়েছে। এছাড়াও খাদ্যশস্য সরবরাহ করার সময় যে পরিমান শস্যদানা নষ্ট হয় তার শূন্য দশমিক দুই শতাংশ অর্থ ক্ষতিপূরন হিসাবে ডিলারদের দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন। এরফলে রাজ্যের একুশ হাজার রেশন ডিলার উপকৃত হবেন।