এই মুহূর্তে জেলা

বেলুড় মঠের তিন পড়ুয়ার সাহসিকতা, ভেড়ি এলাকা থেকে সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার।

হাওড়া, ১৭ আগস্ট:- রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের তিন পড়ুয়ার সাহসিকতায় হাওড়ার লিলুয়ার ভেড়ি অঞ্চল থেকে সদ্যোজাত এক শিশু কন্যাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার হয়েছে লিলুয়া থানা এলাকার কোনা ভেড়ি অঞ্চল থেকে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের তিন পড়ুয়া মঙ্গলবার সন্ধ্যের দিকে মিশন থেকেই বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। সেই সময় কোনা ভেড়ির কাছে যেতেই তারা শিশুর গলার আওয়াজ শুনতে পায়।

তৎক্ষণাৎ তারা ভয় না পেয়ে এদিক-ওদিক খোঁজ করে দেখার পর ভেড়ির পাশেই ওই ছোট্ট শিশু কন্যাকে পড়ে থাকতে দেখে। তার গায়ে পিঁপড়ে ধরে গেছিল। তারাই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কোনা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং লিলুয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করে। শিশু কন্যাটি এখনও চিকিৎসাধীন রয়েছে।