কলকাতা, ১৬ আগস্ট:- নিয়োগ জটিলতা কাটাতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী কাল ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিকাশ ভবনে ওই বৈঠক হবে। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তখন টেট চাকরিপ্রার্থীরাও সেখানে পৌঁছে যান। কিন্তু অভিষেক সেদিন টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে, টেট চাকরিপ্রার্থীদের কথাও অন্যদিন শোনার আশ্বাস দেওয়া হয়। সেই মতোই এবার টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠকে বসবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
এদিকে অবিলম্বে নিয়োগের দাবিতে জি এন এম নার্সিং এর চাকরি প্রার্থীরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের দাবি, ২০২১ সালে বিজ্ঞপ্তি বেরোনোর পর ১ পর ২০২২ সালের মে মাসে ইন্টারভিউ হয়। সেই পর্বে উত্তীর্ণ প্রায় আড়াই হাজার নার্স আজ চাকরি দাবিতে স্বাস্থ্য ভবনে জড়ো হন। ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে সাময়িক উত্তেজনা তৈরী হয়। উল্লেখ্য, এসএসসি চাকরিপ্রার্থীদের মতো টেট চাকরিপ্রার্থীরাও দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন। শুধু কলকাতা বা আশপাশের জেলাগুলি নয়, অনেক দূরবর্তী জেলা থেকেও চাকরিপ্রার্থীরা এসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে জি এন এম চাকরি প্রার্থীরাও ময়দান চত্বরে চাকরির দাবিতে অবস্থান শুরু করেছেন।