এই মুহূর্তে কলকাতা

নাবার্ড এর আর্থিক সহায়তায় চলতি বছরে ১১৪০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা।

কলকাতা, ১০ আগস্ট:- জাতীয় কৃষি এবং গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড এর আর্থিক সহায়তায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ১১৪০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ১০৩৪ কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর জাতীয় গ্রামোন্নয়ন তহবিলের মাধ্যমে এই রাস্তা তৈরির কাজ করবে। এই প্রকল্পের জন্য নাবার্ডের সঙ্গেও ইতিমধ্যেই রাজ্য সরকারের আলোচনা হয়েছে। নাবার্ড সহজ শর্তে ঋণ হিসেবে আরআইডিএফ খাতে রাজ্যকে এই টাকা দেবে। এই প্রকল্পের কাজের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। রাজ্যের সব জেলাতেই গ্রামীণ সড়ক তৈরির কাজ হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ২০১১ সাল থেকে এপর্যন্ত রাজ্যে সাকুল্যে এক লক্ষ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হয়েছে। যা বাম আমলের মোট পরিমাণের তিন গুণ। বিগত অর্থবর্ষে গ্রামীণ সড়ক যোজনায় এখনও পর্যন্ত ৩৬ হাজার ২৫৯ কিলোমিটার সম্পূর্ণ নতুন রাস্তা তৈরি ইতিমধ্যে সার্বিক গ্রামীণ উন্নয়নে একাধিক প্রকল্প নিয়েছে রাজ্য।

এই বছরের শুরুতেই গ্রামীণ উন্নয়নের কাজের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে ১১৪০ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের কাজ। এতে বিভিন্ন এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়নের দাবি পূরণ হতে চলেছে বলেই পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের মত। সূত্রের খবর, বর্তমানে পূর্তমন্ত্রী পুলক রায় পঞ্চায়েত মন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করে এসেছেন। এই প্রকল্পের কাজের ডিপিআর তৈরির কাজও শেষ হয়েছে। কম বেশি সব জেলাতেই কিছু কিছু করে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে দপ্তর সূত্রে। প্রসঙ্গত, কেন্দ্রের সহায়তায় নেওয়া গ্রামীণ সড়ক প্রকল্পের নাম নিয়ে জটিলতার জেরে এই খাতে বাংলাকে টাকা দেওয়া বন্ধ করেছে মোদি সরকার। এই নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তা সত্বেও এখনও পর্যন্ত মেলেনি এই প্রকল্পের জন্য কেন্দ্রের প্রদেয় অর্থ।