এই মুহূর্তে জেলা

১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল দীঘাগামী বাস, আহত প্রায় ৪০।

হাওড়া, ৮ আগস্ট:- নদীয়া থেকে দীঘা বেড়াতে যাওয়ার পথে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পর্যটকদের বাস। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। স্থানীয় বাগনান থানা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত আহতদের বাগনান গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত যাত্রী বাপ্পা জানান, তাঁরা নদীয়া থেকে দীঘা বেড়াতে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের সব যাত্রী কমবেশি জখম হন। প্রসঙ্গত, পর্যটকদের নিয়ে রবিবার রাতে নদীয়ার রানাঘাট থেকে বাসটি দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভোররাতে বাগনানের চন্দ্রপুরে দুর্ঘটনাটি ঘটে। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ওই বাস। কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।