এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি, কমিশনের নির্দেশে সীমানা পুনরবিন্যাসের কাজ শুরুর নির্দেশ জেলা শাসকদের।


কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গেলো। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মাফিক পঞ্চায়েত দফতর সমস্ত জেলা শাসকদের চিঠি দিয়ে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে।আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ওই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে ১৬ সেপ্টেম্বরে মধ্যে সংরক্ষিত আসন চিহ্নিত করার কাজও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালের মে মাসে। তবে বর্তমান প্রেক্ষিতে ভোট এগিয়ে আসার ইঙ্গিত মিলেছে। ২০১৮ সালের তথ্য অনুযায়ী রাজ্যে মোট ৪৮ হাজার ৬৩৬টি গ্রাম পঞ্চায়েত আসন রয়েছে।

পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯২১৪ এবং জেলা পরিষদের আসন সংখ্যা মোট ৮২৪টি। অন্যদিকে ধূপগুরি, পাঁশকুরা হলদিয়া,বুনিয়াদপুর, দুর্গাপুর, নলহাটি, নদিয়ায় কুপার্স ক্যাম্প বিজ্ঞাপিত এলাকার বোর্ডের মেয়াদ আগামী ১৩ আগস্ট শেষ হচ্ছে। ওই সব জায়গাতেও নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ওই সব পুর এলাকাতে ইতিমধ্যেই আসন সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। ১১ আগস্ট খসড়া ভোটার তালিকা পয়লা সেপটেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নভেম্বর মাসে ওই সব পুরসভায় ভোট হবে। ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়া কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পুজালি, কার্শিয়াং পুরসভার ভোটও বকেয়া রয়েছে। এই ১২টি পুরসভার ভোট এবার একসঙ্গে করাতে চায় রাজ্য সরকার।