হাওড়া, ১ আগস্ট:- বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জিতলেন দেউলপুরের অচিন্ত্য শিউলি। এই নিয়ে চলতেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক ৬। দ্বিতীয় স্থানে রূপো জয়ী মালয়েশিয়ার এরি ইদায়ত মোহাম্মদ। তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন কানাডার ডারসিগ্নি।
একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের ছেলের সোনা জয়ে হাওড়ার অচিন্ত্য শিউলির পাড়ায় যেন কার্যতই বাঁধনহারা উল্লাস। সারা দেশের পাশাপাশি আন্দুল দেউলপুরের গোটা অঞ্চলের মানুষ আজ অচিন্ত্যর জন্য গর্ব অনুভব করছেন।









