এই মুহূর্তে জেলা

চিকিৎসকে হেনস্থার প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পাণ্ডুয়ায়।

সুদীপ দাস , ৮ জুন:- সোমবার পান্ডুয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ। সেই ঘটনার প্রতিবাদেই আজ কর্মবিরতির ডাক দিলো হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা। এদিন শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অস্ত্রপচার ও আউটডোরের সমস্ত পরিষেবা বন্ধ রাখে। গতকাল এক রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পান্ডুয়া হাসপাতাল। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক শিবশঙ্কর রায়কে ব্যাপক মারধর করা হয়। ভাঙচুর করা হয় হাসপাতালের জিনিসপত্র।

আহত শিবশঙ্করবাবুকে প্রথমে পান্ডুয়া পরে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার পর এফআইআর হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় আজ চিকিৎসা পরিষেবাই বন্ধ রাখলো চিকিৎসকরা। ফলে এই হাসপাতালে চিকিৎসা করাতে এসে মহা সমস্যায় পরেন রুগী সহ তাঁদের পরিবারের লোকেরা। চিকিৎসকদের দাবী যতক্ষন না পর্যন্ত চিকিৎসক হেনস্থার ঘটনায় দোষীরা গ্রেপ্তার হয় ততক্ষন তাঁরা কাজে যোগ দেবে না।