হাওড়া, ২৯ জুলাই:- মালিপাঁচঘড়ার ঘুসুড়ি বিষ মদ-কাণ্ডে থানার তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। কর্তব্যে গাফিলতির কারণেই এদের সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাওড়ার পুলিশ কমিশনার জানান, মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। যারা এই ঘটনায় যুক্ত ছিলেন তাঁরা কলকাতা, হাওড়া এবং নদীয়ার বাসিন্দা। এছাড়াও এই ঘটনায় তিনজন অফিসারকে সাসপেন্ড করে তাদের ডিপার্টমেন্টাল পোস্টিং করা হয়েছে।