কলকাতা, ২৮ জুলাই:- তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি ভিত্তিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন। বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে সেই বৈঠক ডাকা হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির ওই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে মন্ত্রীত্ব ও দলের যাবতীয় পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি জানিয়েছেন।আজ টুইট করে তিনি জানিয়েছেন,দলের উচিৎ পার্থ বাবুকে এই মুহূর্তে তাঁর সমস্ত পদ থেকে বহিস্কার করা। তাঁর পর্যবেক্ষণ ভুল বলে মনে হলে দল তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বলে কুণাল বাবু জানিয়েছেন। এর পরেও তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করবেন।