এই মুহূর্তে জেলা

অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল।

হাওড়া, ২৭ জুলাই:- ৫০০ দিন ধরে অবস্থানে বসা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে হাওড়া থেকে বামেদের মিছিল রওনা হলো ধর্মতলার গান্ধী মূর্তি অভিমুখে। সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে অবিলম্বে স্থায়ী নিয়োগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে বামফ্রন্টের মিছিল রওনা হলো হাওড়া থেকে। ওই মিছিল যাবে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির দিকে যেখানে প্রায় ৫০০ দিন ধরে অবস্থান করছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

তাঁদের সমর্থনেই পার্কসার্কাস, শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশন এই তিন দিক থেকে তিনটে মিছিল এসে পৌঁছাবে সেখানে।বুধবার হাওড়া স্টেশনের সামনে থেকে হুগলি ও হাওড়া জেলার বামফ্রন্টের কর্মীরা একত্রিত হয়ে মিছিল নিয়ে রওনা হয়েছেন।