হাওড়া, ২২ জুলাই:- ২১ জুলাইয়ের দিন পাড়া থেকে এবং টোটো স্ট্যান্ড থেকে পৃথক মিছিল বের হয়েছিল। কিন্তু, টোটো স্ট্যান্ডের মিছিলে না যাওয়ায় শুক্রবার এক টোটো চালককে পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হলে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়।
গোটা ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। পাড়া থেকে ২১ জুলাইয়ের মিছিলে যাওয়ার অপরাধে বালিখাল টোটো স্ট্যান্ডে আসা মাত্রই পার্টি অফিসে ঢুকিয়ে এদিন ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অবরোধের চেষ্টা হয়। পুলিশ অবরোধ তুলে দিলে এক স্থানীয় নেতার অফিস ভাঙচুরের চেষ্টা হয়। উত্তেজনা থাকায় পুলিশের পাশাপাশি র্যাফ আনা হয় ঘটনাস্থলে।