এই মুহূর্তে জেলা

আইসিএসই পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থানাধিকারী বালির ইন্দ্রায়ুধ।


হাওড়া, ১৭ জুলাই:- এবারের আইসিএসই পরীক্ষায় সারা বাংলায় তৃতীয় স্থান অধিকার করেছে হাওড়ার লিলুয়া ডন বস্কো স্কুলের ছাত্র ইন্দ্রায়ুধ চট্টোপাধ্যায়। বালির রামনবমীতলার বাসিন্দা ইইন্দ্রায়ুধ ছোট থেকেই মেধাবী।স্কুলের পরীক্ষায় বরাবরই সে র‍্যাঙ্ক করেছে। এবারে আইসিএসই’তে তার ৫০০র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে সে। অংক, বিজ্ঞান, ইতিহাসে একশোয় ১০০ এবং কম্পিউটার ও ইংরেজিতে ৯৮ করে নম্বর পেয়েছে।

তার ইচ্ছা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হবে। পড়াশোনায় মেধাবী ইন্দ্রায়ুধ পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা দেখার শখ থাকলেও খেলাধুলা সেভাবে সে করেনি। তার কবিতা আবৃত্তির শখ আছে এবং সেটায় তালিমও নিচ্ছে। তার এই সাফল্যে পরিবার এবং কলেজের প্রিন্সিপাল সকলেই খুশি। নিজের বিধানসভা এলাকার ছাত্রের এই কৃতিত্বে রবিবার ইন্দ্রায়ুধের বাড়িতে হাজির হন বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে তার সফলতা কামনা করেন তিনি।