এই মুহূর্তে জেলা

আজকে সরকারে আছে নেতা হয়েছে সেই পার্টির নেতাদের সবার নাম আছে লাল খাতায়। হাওড়ায় মন্তব্য দিলীপের।

হওড়া, ৯ জুলাই:- যারা বাংলায় আজকে সরকারে আছে, যারা নেতা হয়েছেন সেই পার্টির, তাঁদের চরিত্র দেখুন। সবার নাম আছে লাল খাতায়। সিবিআই, ইডি, পুলিশ ডাকছে। কেউ জেলে গিয়েছেন। কেউ যাবেন। যখন তখন নেতাদের বাড়িতে ইডি, সিবিআই পৌঁছাতে পারে। এই ধরনের নেতৃত্ব যদি ক্ষমতায় আসেন তাহলে সমাজের এই অবস্থা হয়। শনিবার বিকেলে হাওড়ার রানীহাটিতে উল্টোরথের এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের ওই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, সমাজের যখন পতন হয় তখনই চর্চা বেশি হয়। বাংলায় শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবের পতন হয়েছে। একেবারে শেষ সীমায় চলে এসেছে। যারা বাংলায় আজকে সরকারে আছে নেতা হয়েছে সেই পার্টির তাদের চরিত্র দেখুন সবার নাম আছে লাল খাতায়।

সিবিআই, ইডি, পুলিশ ডাকছে। কেউ জেলে গিয়েছেন। কেউ যাবেন। যখন তখন নেতাদের বাড়িতে ইডি, সিবিআই পৌঁছাতে পারে। এই ধরনের নেতৃত্ব যদি ক্ষমতায় আসেন তাহলে সমাজের এই অবস্থা হয়। দিলীপ ঘোষ আরও বলেন, তৃণমূল নেতাদের মধ্যে প্রভুভক্তি দেখানোর প্রতিযোগিতা চলছে। এদের চরিত্র সবাই জানে। এরা কতবড় দেশভক্ত, এরা কতো মহিলাদের সম্মান করে আমরা জানি। মহিলাদের সম্মান করার থাকলে একবার দ্রৌপদী মুর্মু’কে সমর্থন করে দেখাক। উল্লেখ্য, শনিবার উল্টোরথের দিন হাওড়ার পাঁচলার রানীহাটিতে রথের দড়িতে টান দেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রানীহাটি মোড়ে আয়োজিত সভাতেও তিনি বক্তব্য রাখেন।