এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই খুলে যাবে নতুন টালা ব্রিজ।

কলকাতা, ৮ জুলাই:- নতুন টালা ব্রিজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে দেওয়া হতে পরে নতুন টালা ব্রিজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শারদোৎসবে মহানগর, শহরতলি ও কলকাতায় যাতায়াত করা মানুষদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক একটি রিভিউ বৈঠক করেন। উপস্থিত ছিলেন পূর্ত দফতরের সচিব ও ইঞ্জিনিয়াররা। ওই বৈঠকে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। জানা গিয়েছে আলাদা করে উঠে এসেছে টালা ব্রিজের প্রসঙ্গও। প্রসঙ্গত, জোর কদমে চলছে ব্রিজ তৈরির কাজ। মহালয়ার আগেই খোলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে।

তবে কিছুটা অংশের কাজের জন্য বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। জানা গিয়েছে, টালা ব্রিজ তৈরির কাজের জন্য ট্রেন বন্ধ রাখার জন্য অনুমতি চাওয়া হবে রেলের কাছে। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, আজকেই এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন মুখ্যসচিব। উল্লেখ্য, এবারের টালা ব্রিজ হচ্ছে চারটি লেনের। নয়া ব্রিজ হচ্ছে ৮০০ মিটার লম্বা ও ১৯ মিটার চওড়া। গত ২০২০ সালের ৩১ জানুয়ারি দুর্বল ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর শুরু হয়েছিল কাজ। সেই কাজ প্রায় শেষের মুখে। শারদোৎসবের আমেজেই খুলে যাবে ব্রিজ। সুবিধা হবে মহানগর, শহরতলি এবং কলকাতায় যাতায়াতকারী মানুষদের। জানা গিয়েছে, টালা ব্রিজের বিকল্প হিসেবে যে দু’টি রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তাগুলিও থাকবে সচল। ফলে যানজট কমবে অনেকটাই।