এই মুহূর্তে জেলা

বৃষ্টি হলেই জলে ভাসছে সাঁত্রাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস।

হাওড়া, ৬ জুলাই:- বৃষ্টি হলেই জলে ভাসছে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস। প্রতিবছর বর্ষার সময় জলে হাবুডুবু এই আন্ডারপাস পারাপার করতে মানুষের নাভিশ্বাস ওঠে। এবারও তার অন্যথা হয়নি। বুধবার সকালের বৃষ্টিতে ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে যায়। তা পার হতেই লেগে যায় অনেক সময়। সাধারণ মানুষের অভিযোগ, আগে সেখানে ঝিল ছিল। বৃষ্টির জমা জল সেই ঝিলে গিয়ে পড়তো। এখন ঝিল বুজে যাওয়ায় বর্ষার জল রাস্তায় জমছে। জমা জলে সাপ, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে।’

সকলে যেন আতঙ্কেই যাতায়াত করছেন ওই রাস্তা দিয়ে। হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, জল জমছে ঠিকই। তবে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছেনা। ফলে জল নেমে যাচ্ছে। আন্ডারপাসে খুব বেশি জল জমেনি যে পাম্পে করে বার করা যাবে। তবে যেটুকু জল জমেছে আমরা চেষ্টা করছি সেখানে ছোট পাম্প ব্যবহার করে যদি বৃষ্টির জমা জল বের করে দেওয়া যায়। তবে পুজোর পর শীতকালে আমরা চেষ্টা করব যাতে সেখানে যাতে স্থায়ী কোনও সমাধান করা সম্ভব হয়।