কলকাতা এই মুহূর্তে

জিটিএর মাধ্যমে পাহাড়ে উন্নয়নই মূল লক্ষ্য , জানালেন অনীত থাপা।


কলকাতা, ৬ জুলাই:- পৃথক রাজ্য নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে জয়ী গোরখা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন। ভোটে বিপুল জয়ের পর তিনি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ে এতদিন আবেগের রাজনীতি হয়েছে। বাস্তববাদী উন্নয়নমূলক রাজনীতি হয়নি। বিগত বোর্ডের আমলে জি টি এ র কাঠামো সম্পূর্ন ভেঙে পড়েছে।তার পুনর্গঠন ই তার মূল্ লক্ষ্য। অনিত আরও বলেন দার্জিলিং বাংলারই অংশ। রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ই উন্নয়নের কাজ চলবে।

এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএতে নেই। এগুলো করতে হবে। জিটিএর নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন বলেও অনিত থাপা জানান। যৌথ সাংবাদিক বৈঠকে দার্জিলিং এর দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অরূপ বিশ্বাস জানান জি টি এর নতুন বোর্ডকে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে সমর্থন করবে। বোর্ডে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরাও পাহাড়ের উন্নয়নের জন্য সমান ভাবে কাজ করবেন।